উত্তম দে, বাঁকুড়া: আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের হেতিযায় অনুষ্ঠিত হলো"জীবনের জন্য রক্ত" এই স্লোগান কে সামনে রেখে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও হেতিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায়।এই শিবিরএর আয়োজন করা হয় হেতিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। শিবির শুরুর পূর্বে দলীয় ফ্ল্যাগ উত্তোলন করে শহীদ বেদীতে মাল্য করা হয়।আজকের রক্তদান শিবির শুরু হয় বেলা ১১ টা নাগাদ।শেষ হয় ১টা ৩০ মিনিট নাগাদ।পুরুষ ও মহিলা মিলে মোট ৬০ জন রক্ত দাতা রক্ত দান করেন। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের আধিকারিক ও কর্মীবৃন্দ রক্ত সংগ্রহ করেন।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়ামিন শেখ,ব্লক কৃষাণ ও ক্ষেতমজুর সমিতির সভাপতি দিলীপ কুমার খাঁ,জাকির খাঁ,প্রণব রায় ও হেতিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ্যা ও মহিলা নেত্রী সুজাতা বিশ্বাস।
0 মন্তব্যসমূহ