বাবাই আলী , আলিপুরদুয়ার :
আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের ছিপরা এবং বিশ্বাস পাড়া এলাকায় শনিবার গভীর রাতে লোকালয়ে হামলা চালাল দুটি হাতি। জানা গিয়েছে গ্রামের বেশ কয়েক জন কৃষকের কুমড়ো ক্ষেত, পটল ক্ষেতে হামলা চালায় হাতি দুটি। বিশ্বাস পাড়া এলাকায় একটি বাড়ির ঘরের বেড়া ভেঙ্গে ভুট্টা খেয়ে নেয় হাতি দুটি।
এদিন হাতি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর এর কর্মীরা। সেই সঙ্গে রবিবার এলাকার বাসিন্দারা এবং কৃষকরা দ্রুত হাতির হামলা ঠেকানোর বিষয়ে বনদপ্তরের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ