Header Ads Widget

Responsive Advertisement

৮ দলীয় দিবা রাত্রী হাডুডু টুনামেন্ট অনুষ্ঠিত হলো ধলপলে।


বাবাই আলী, আলিপুরদুয়ার
: পুরনোকে বাদ দিয়ে, কখনোই নতুন হয় না , এই কথাকে সামনে রেখে ৮ দলীয় হাডুডু টুনামেন্ট অনুষ্ঠিত হলো  তুফানগঞ্জের মহকুমার  ধলপল গ্রাম ১ নং  পঞ্চায়েতের মন্ডল পাড়া বুলেট সংঘের ব্যাবস্থাপনায়, জাতীয় খেলাকে জিয়ে রাখার জন্য দীর্ঘ ২৮ বছর যাবৎ বুলেট সংঘ দ্বারা অনুষ্ঠিত হচ্ছে হাডুডু খেলা,  এই খেলাকে ঘিরে পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো,   দিবা রাত্রি ৮ দলীয় হাডুডু খেলার শুভ সূচনা করেন প্রাক্তন বিধায়ক  তথা উত্তরবঙ্গে উন্নয়ন কমিটির সদস্য ফজলে করিম মিঞা সহ  পারকাটা ও ধলপল গ্রাম পঞ্চায়েতর  অতিথিবর্গরা , এদিন সংঘের সদস্য  পরিমল দাস বলেন , এই জাতীয় খেলাকে আকড়ে ধরে রাখতে হবে , তিনি আরও বলেন এই হাডুডু খেলা যাতে গ্রাম গঞ্জে ও শহরে বিলুপ্ত না হয় সেটা আমাদের   ভাবতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ