Header Ads Widget

Responsive Advertisement

ক্ষতবিক্ষত একটি মৃতদেহ উদ্ধার পানুয়া ডোমপাড়া থেকে অভিযোগের তীর এক সিভিক পুলিশের দিকে

 


উত্তম দে, বাঁকুড়া: রক্তাক্ত ক্ষত-বিক্ষত একটি মৃতদেহ উদ্ধার পানুয়া ডোমপাড়া থেকে উল্লেখ থাকে যে ওই মৃত ব্যক্তির নাম শেখ মনিরুল বয়স আনুমানিক ছত্রিশ বছর বাড়ি জয়পুরের দৌলতপুরে পেশায় একজন গরু বেপারী পরিবারের লোকজন অভিযোগ করেছেন সিভিক পুলিশের এই মৃত্যুর পিছনে হাত রয়েছে। সিভিক পুলিশের নাম বুবাই চক্রবর্তী পিতা লালু চক্রবর্তী আরো একজনের নামে অভিযোগ আছে যার নাম সুভাষ রুইদাস। ওই সিভিক পুলিশ কে আটক করেছে কোতুলপুর থানার পুলিশ এবং জিজ্ঞাসাবাদে চালাচ্ছে ।  মৃত ব্যক্তির বাড়ির লোকজন আজ সকালে পুলিশের পক্ষ থেকে খবর পায় বাড়ির লোকজন  তখনই ঘটনাস্থলে গেলে মৃতদেহ কোতুলপুর থানায় নিয়ে আসা হয়েছে জানতে পারে । পরিবারের লোকজনের অভিযোগ শেখ মনিরুল কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে অর্থনৈতিক লেনদেনে বচসারজেরে এই খুন বলে মনে করছে পরিবারের লোকজন। গতকাল সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিল ওই ব্যক্তি পরিবারের লোকজন আরও অভিযোগ করেছে কোতুলপুর এর তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা মালিকের বাড়ির পাশ থেকে রক্তের নমুনা রয়েছে পরিবারের লোকজন অভিযোগ করছেন সঙ্গীতা মালিকের বাড়ির পাশেই বুবাই অর্থাৎ ওই সিভিক পুলিশের বাড়ি  সঙ্গীতা মালিক পরিবারের লোকজনকে আশ্বস্ত করেন দোষী ব্যক্তিদের খুঁজে বের করবেন । পরিবারের লোকেরা এবং ওই এলাকার প্রায় 100 লোকজন থানায় এসে জমায়েত হয় এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা আরো বলছেন সিভিক ভলেন্টিয়ার্স যাদের শান্তি রক্ষার দায়িত্ব তারাই যদি এলাকায় অশান্তি সৃষ্টি করে তাহলে সাধারণ মানুষ কতটুকু নিরাপদে থাকবে । ইতিপূর্বেও ভগলপুর  একশিভিক পুলিশের বিরুদ্ধে এক ষাটোর্ধ্ব ব্যক্তি কে মারধরের অভিযোগে এসেছিল এবার আবারো এক ব্যক্তি কে খুনের অভিযোগ সামনে এলো পুলিশের পক্ষ থেকে তাদের কি ব্যবস্থা গ্রহণ করে সে দিকেই তাকিয়ে আছে এলাকার মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ