Header Ads Widget

Responsive Advertisement

সম্পুর্ন হলো যুব সম্মেলন DYFI এর







শিলিগুড়ি:
 আর নয় অনুদান চাই শিল্প চাই সকল বেকারের কর্মসংস্থান এই দাবি কে সামনে রেখে আজ DYFI ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির ২য় সমমেলন অনুষ্ঠিত হলো কমঃ জয়ন্ত বোস নগর ও কমঃ প্রণব বর্মন মঞ্চ হায়দর পাড়া ৩০ জন সদস্য কে নিয়ে নতুন লোকাল কমিটি গঠন করা হয়  এই নতুন লোকাল কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষ্ণ চন্দ রায় এবং   সম্পাদক নির্বাচিত হয়েছেন গোপাল পাল।বিদায় কমিটির সম্পাদক দীপঙ্কর সাহা জানান নতুনদের হাতে সংগঠনের দায়িত্ব দিয়ে  সংগঠন কে আগামী দিনে আরো শক্তিশালি করবার জন্য তিনি সবসময় নতুন লোকাল কমিটির পাসে থাকবেন বলে জানান।নতুন লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান বিদায় লোকাল সম্পাদক সংগঠন কে শক্তিশালি করার জন্য আমাদের কে যেভাবে পথ দেখিয়েছেন আমরা সেই পথ ধরে সংগঠন কে আগামী দিনে আরো শক্তিশালি করে তুলবো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ