বাবাই আলী , আলিপুরদুয়ার :
প্রথম ভ্যাকসিন না পেয়ে রাজ্য সড়ক অপরাধ এবং হাসপাতালে চড়াও উত্তেজিত ভ্যাকসিন নিতে আসারা, উলেখ্য , অলিপুরদুয়ার জেলার ভাটিবাড়ি হাসপাতালে প্রথম ভ্যাকসিন দেওয়া হবে এই খবর শুনে ভোর ৩টে থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন সাধারণ মানুষ ।
প্রথম ভ্যাকসিন নেওয়ার জন্য ভোর থেকে লাইনে দাড়ায় সাধারণ মানুষ , পরে তারা নোটিস দেখে জানতে পারে আজ ভ্যাকসিন দেওয়া হবে না ।
আর তা শুনে উত্তেজিত জনতা চড়াও হয় হাসপাতালে , এমনকি ভ্যাকসিন নিতে আসারা রোষের বসে হাসপাতালে কাঁচের গেটে আঘাত করলে কাঁচ ফেটে যায় , সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নিতে আসারা আলিপুরদুয়ার ও তুফানগঞ্জ রাজ্য সড়ক অপরাধ করে বিক্ষোপ দেখাতে থাকে । সাথে সাথে খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে ভাটিবাড়ি ফাঁড়ির S, I, পার্থ বর্মন ও A, S, I, সোনু রাউথ সহ পুলিশ কর্মীরা ।
পরে পার্থ বাবু অপরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেন , এদিকে ভ্যাকসিন নিতে আসাদের দাবি তাদেরকে হয়রানি করা হচ্ছে দিনের পর দিন এমনটাই অভিযোগ ভ্যাকসিন দিতে মানুষের ।
অন্যদিকে আজকের মতো আর ভাটিবাড়ি হাসপাতালে ভ্যাকসিন প্রক্রিয়ার কাজ হবে না , পরে ভ্যাকসিন নিতে আসাদের সাথে কথা বলে ধীরে ধীরে বাড়ি পাঠিয়ে দেন পার্থ বাবু এবং সোনু বাবু ।
এদিন পার্থ বাবু বলেন , সব মানুষে ভ্যাকসিন পাবে , অন্য দিকে তিনি আরও বলেন , বুথে বুথে ভ্যাকসিন প্রক্রিয়া চালু হলে মানুষ আরও বেশি করে উপকৃত হবে । আলিপুরদুয়ার থেকে বাবাই আলীর রিপোর্ট নিউজ লাইভ বাংলা ।
0 মন্তব্যসমূহ