Header Ads Widget

Responsive Advertisement

সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত , ফলে সমস্যায় পড়তে হচ্ছে মৃৎশিল্পীদের !

 



নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি :

করোনা মহামারীর ও লকডাউন এর কারণে নাজেহাল হয়ে পড়েছে মৃৎশিল্পীরা । পূজো পর্বনেও মিলছে না কাজ , যেখানে অন্যান্য বছরগুলোতে ১২ মাস লেগে থাকত প্রতিমা তৈরির কাজে । সেখানে গত ২ বছর থেকে কাজ না পাওয়ার ফলে সমস্যার সন্মুখীন হতে হচ্ছে মৃৎশিল্পীদের । 


সেদিকে লক্ষ্য রেখে মৃৎশিল্পী কুম্ভকার সম্মতির ৪ টি জেলা নিয়ে ধূপগুড়ি ব্লকের স্টেশন শালবাড়িতে আলোচনা সভা করেন মৃৎশিল্পী সদস্যরা । 


জলপাইগুড়ি জেলার মৃৎশিল্পী সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত বর্মন জানান , দীর্ঘ দু'বছর ধরে মৃৎশিল্পীরা করোনা মহামারীর কারণে কোনো রকম কোনো কাজ পারছে না , ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের । এবং সরকারি ভাবে কোনো সুযোগ-সুবিধা মিলছে না মৃৎশিল্পীদের । সেই কারণেই যৌথ মৃৎশিল্পী কুম্ভকার সমিতির সকল সদস্যরা মিলে সমস্ত বিষয় নিয়ে এক আলোচনা সভা করেন । এবং দেখা যাচ্ছে পূজোর সময় প্রতিটি ক্লাব গুলিকে 50 হাজার টাকা করে দেওয়া হচ্ছে কিন্তূ যারা মৃৎশিল্পী তাদের কথা তো ভুলেই গিয়েছে সরকার । 


তারা আরও জানান , এর আগেও বহুবার আবেদন করা হলেও সরকার কোনো সহযোগিতার করে নি । তাই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নিয়ে দু'টি কমিটি গঠন করা হবে বলে জানান তিনি । এবং ওই কমিটি গঠন হওয়ার পর নবান্নতে গিয়ে পূনরায় নতুনকরে সরকারের কাছে আবেদন করবেন তারা । যাতে এই করোনার প্রকপের ফলে কর্মক্ষেত্র থেকে পিছিয়ে পড়া মৃৎশিল্পীদের জন্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং তারা যাতে সমস্ত রকমের সুযোগ-সুবিধা পায় । 


মৃৎশিল্পীরা জানান , দীর্ঘ দু'বছর থেকে লকডাউন এর ফলে কাজ মিলছে না । সংসার চালাতে খুবই সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের । কিন্তু সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা পাচ্ছেন না তারা । যেখানে তারা বছরে 12 টি মাস প্রতিমা গড়ার কাজে ব্যস্ত থাকত কিন্তু দীর্ঘ দুই বছর থেকে কোনো পাচ্ছে না । 


এদিনের ওই সভায় উপস্থিত ছিলেন , জলপাইগুড়ি জেলার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত বর্মন , কোচবিহার জেলার অনুপ পাল , আলিপুরদুয়ার জেলার সুকান্ত পাল , ধূপগুড়ি ব্লক এর দয়াল পাল সহ অন্যান্য সদস্যরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ