শুরু হয়ে গিয়েছে আরও একটা নতুন মাস ৷ অগাস্ট মাসে ব্যাঙ্ক কবে কবে বন্ধ থাকবে, তা অবশ্যই জানার প্রয়োজন আছে ৷ ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস তো রয়েছেই ৷ এর পাশাপাশি সবমিলিয়ে সারা দেশের বিভিন্ন ছুটি ধরে এ মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ কারণ মহরম, ওনামের মতো আরও অনেক উৎসব রয়েছে অগাস্টেই ৷
HOLIDAY DESCRIPTION | DATE |
Weekly off (Sunday) | AUGUST 1 |
Weekly off (Sunday) | AUGUST 8 |
Patriot's Day (Manipur) | AUGUST 13 |
Second Saturday | AUGUST 14 |
Weekly off (Sunday), Independence Day | AUGUST 15 |
Parse New Year (Maharashtra) | AUGUST 16 |
Muharram (Tripura, Gujarat, Maharashtra, Madhya Pradesh, Uttar Pradesh, Delhi, West Bengal and other states) | AUGUST 19 |
Onam (Karnataka, Kerala, Tamil Nadu) | AUGUST 20 |
Thiruvonam (Kerala) | AUGUST 21 |
Weekly off (Sunday) | AUGUST 22 |
Sree Narayana Guru Jayanthi (holiday in Kerala) | AUGUST 23 |
Fourth Saturday | AUGUST 28 |
Weekly off (Sunday) | AUGUST 29 |
Janmashtami: (Gujarat, Tamil Nadu, Uttarakhand, Rajasthan, Uttar Pradesh and other states) | AUGUST 30 |
Sri Krishna Ashtami (Telangana and Andhra Pradesh) |
RBI-এর ক্যালেন্ডার অনুযায়ী, অগাস্ট মাসে ৮দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ তবে দেশের সমস্ত রাজ্যের সমস্ত ব্যাঙ্ক ওই একই ৮দিন বন্ধ থাকবে না ৷ উৎসব অনুযায়ী প্রত্যেক রাজ্যে আলাদা আলাদা দিন ব্যাঙ্ক বন্ধ থাকার কথা ৷
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, অগাস্টে সবথেকে বেশি ছুটি আছে কেরলের কোচি এবং তিরুঅনন্তপুরমে। এই দুই জায়গায় সাপ্তাহিক ছুটির পাশাপাশি ২০ থেকে ২৩ অগাস্টের মধ্যে তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। কারণ ২০ অগাস্ট আছে মহরম বা ওনামের প্রথম দিন। পরদিন আছে তিরুবনাম। ২৩ অগাস্ট পালিত হবে শ্রী নারায়ণ গুরু জয়ন্তী। এছাড়াও প্যাট্রিয়টস ডে, পার্সি নববর্ষ, মহরম, জন্মাষ্টমীর মতো বিভিন্ন উৎসব, অনুষ্ঠানের জন্য দেশের বিভিন্ন প্রান্তে অগাস্টে ব্যাঙ্ক ছুটি থাকবে।
0 মন্তব্যসমূহ